একদিন ছিলাম, একি গ্রহের অধিবাসী !!
নিঃশ্বাসের প্রকাশেই ছিল বর্ণনের উদ্ভাস ..
কিছু ভরসায় জন্ম নিত উচ্ছাস  ..
ছিলাম একে ওপরের আমরণ প্রত্যাশী  !!


বিস্তৃত সীমানাহীন প্রান্তর, লাগামহীন  !!
বেহিসাবী কথাগুলো নির্দ্বিধায় উড়তো ..  
আটপৌরে ভঙ্গি অবলীলায় ঝড়ে পড়তো ..
চমকহীন জীবনধারা আদপে মাপযন্ত্রহীন !!



যুগ যুগ ধরে দ্বন্দ্ব আর প্রতিদ্বন্দ্বীর অস্তিত্ব !!
অপ্রণয়ের সাথে সাথে শত্রুর জন্ম ..
তাসের দেশ স্থাপন আর এক লহমায় স্বপ্ন ভঙ্গ ..
তবু তো বছর বছর ছুঁয়ে যেত বসন্ত !!


কালের টানে ভেসে চলে গেছো অন্য গ্রহে !!
কালজীর্ণ অভ্যাসগুলো একটু করে মরছে ..
আমার কথা মাঝের দীর্ঘ্য প্রাচীরে আঁচড়ে পড়ছে ..
তুমি শুনতে চাও না, বেশ আছো ভিন্ন প্রবাহে !!


তোমার রংচঙে গ্রহ কি প্রকৃতিহীন ?
সবকিছুর মাঝেও যে বুঝি কিছুর অনুপস্থিতি ..
নাকি নবীন রাজত্বে ফলিত এ এক নবীন রীতি ..
পূর্ণিমার চাঁদ টাকে তবে কেন মনে হয় কৃত্রিম ?


আমার বিশ্বে দূর আর দূরত্ব প্রতিষ্ঠিত সত্য !!
তবু মন কে তাঁরা বশ করতে অক্ষম ..
দুর্গম পথ কে সে হেলায় করেছে সুগম ..
তোমরা তো স্বজ্ঞানে হয়েছো অচিন রাজার ভৃত্য !!