শুধু অভিধানেই বিদ্যমান, অর্থপূর্ণ ঝকঝকে
খুদেরা শেখে, আরেক খুদে প্রতিযোগীর ই সাথে !!
অলক্ষ্যে সবার, ধীরে ধীরে হারিয়ে যায় সে ..
প্রতিযোগিতা জন্ম নিয়েছে, সমতা ভাঙতে !!


কিছুর আকৃতি স্পষ্ট, তর্জনী তুলে বোঝানো যায়
আর কিছু গোপনে বাড়ে, বন্ধু বেশে, ধরা দেয় !!
মন কে বেশ বোঝানো গেছে , সেই নিষ্পাপ শৈশব থেকে ..
ও যদি পারে, তোমাকে পারতেই হবে, টিকে থাকতে গেলে !!


দক্ষতা বধ হচ্ছে প্রতিদিন, সেরা হওয়ার তাগিদে  
স্বতন্ত্র জন্ম নিচ্ছে একতা ভেঙে, গোপনে নিশিতে !!
পথের মিছিল শান্তি কামনায় চিৎকার করে মরে ..
কত প্রতিযোগী কত শোরগোল, কি ভাবে সমতা ফেড়ে ?



অর্থ, মর্যাদা, প্রেম, ধর্ম, একে ওপরের ঘাড়ে নিশ্বাস ফেলে
কারো কি যায় আসে নিদারূণ ভিড়ে কেউ হারিয়ে গেলে ?
দড়ি তো গেছে কবেই চুরি, লাগাম টেনে ধরবে কে ?
শুধু অভিধানেই সে বিদ্যমান, অর্থপূর্ণ ঝকঝকে !!