ওরাও বৃষ্টি পেতে চেয়েছিলো
অলস দিনে, জানালার ধারে, হাত বাড়িয়ে
ওরাও অনুভূতি কুড়িয়ে নিতে চেয়েছিলো
রোজনামচা ভুলে, অন্তত একদিন, সীমানা ছাড়িয়ে !!


পৃথিবী দেশ গড়ে , না দেশ পৃথিবীকে
গোলমেলে হিসেবে তোলা থাক সোনার খাঁচায়
ওরা চিনে নিয়েছে এ মাটির ধর্ম্ কে
বিলাসিতা ভুলে পেটের তাগিদ শিরায় শিরায় !!


একদিন ওদের ও ছিল স্বর্গ খোঁজার মন
নদীর ধারে, পুকুর পারে একলা ছেলেবেলা
ক্ষণস্থায়ী সময় বাঁচার তাগিদে হটাৎ নিঃসরণ
স্রোতের টানে উথাল পাতাল অদ্ভুত ছেলেখেলা !!


শৈশব হারিয়ে বসেছে শৈশব কালে
এক মুঠো ভাত যার স্বপ্নে, তার রুচিবোধ বিলাসিতা
ভালো মানুষটা গুমরে মরে দরিদ্র অভ্যাসে
সমাজ কেড়েছে তাই ওদের ভালো হওয়ার স্বাধীনতা !!


ওরা হিংস্র, ওরা বর্বর, ওরা সুখবিলাসী
তাই এক পয়সার হিসেবে বোঝে
অশিক্ষিত সমাজের কীট, সুযোগ সন্ধানী
দায়িত্বজ্ঞানহীন অবসর খোঁজে !!


কিন্তু, ওই এক পয়সাই যে ওদের জীবন দেখিয়েছিলো
আধো সুখ তবু যদি পায় শেষ বেলায়
ওরাও বৃষ্টিতে ভিজতে চেয়েছিলো
আর সেই বৃষ্টি ওদের আজ রোজ ভেজায় !!