ছিল সে অংশ, কখনো কারো
আজ মাটিতে লুটোপুটি খায় ..
পাথর পর্বত ঝেড়েছে মৃত কোষ
বাতাস কোথাও ভাসিয়ে নিয়ে যায় !!


তার আস্তানা গেছে আটলান্টিস এ মিশে
খুঁজে বেড়ায় তাই অন্য কোনো নীড় ..
উদ্বাস্তু জীবন আসলে ক্ষণস্থায়ী
খোঁজ চলে তবু একটু নিচ্ছিদ্র নিবিড় !!


সমীহ, সন্মান সব কালের হিসেবে হারিয়ে
আজ শুধু ঝেড়ে ফেলার সময় ..
ওজন বিকিয়েছে সারাজীবন, কর্তব্যের ফাঁসে
কে নেবে আর বৃদ্ধ বেলার দায় ?


তবু সে বাঁচে, মায়াবী আলোর আস্তরণে  
কোনো বিড়াল তপস্বীর শোকে ..
শিখন্ডি সেজে হয়তো আধবেলা  
কখন কোথাও , শুধু ধুলো দিতে চোখে !!