আজি সপ্তর্ষি সারথি রথে
তোমার কুন্তলা মোহনায়,
আমার স্নিগ্ধ পরষ মেখে
একাগ্র মৌনতায়,
ঝুলে থাকা সবুজ ফসলি উন্মাদনায়,
রবে কি মনের একান্ত নিরালায়?


যে কবু ললাটে দিইনি স্পর্শ
সে আজি হবে সংস্পর্শ।
কি বিভুইয়ে কি অবয়বে,
চেয়ে থাকা মোহনায়,
তোমার চোখের মাঝে,
কি আছে মধুর সাঁঝে
সেতো কভু ভেবে দেখে নায়।


অমৃত বসনা ললনা,
হে রূপসী স্রোতস্বীনি!
তোমার কাচের চুড়ি,
করিছে মনে ঝুনঝুনি!
তবু কেন ফিরে আসোনা?


======