তৃষ্ণার বালিয়াড়িতে হারিয়ে যাওয়া কোন আরণ্যক আদিমতায়,
ভোরের বকুলের মতো ঝরে পড়া শিশিরের শুভ্রতায়,
সিক্ত রেখেছে নিজস্ব প্রতিজ্ঞার চেতনাকে দৃঢ় উচ্চারণে।


স্পর্শাতীত সুন্দরের কিছু তৃষ্ণা ঠোঁটে,
চোখের বৃন্তে কিংবা বুকের কাছে -
মায়াবী হাহাকারে চলে অনন্ত অন্বেষণে।


বাহাতের বিশেষ চিহ্নের মধুর পিপাসায় চোখের তারায়,
অথবা আঙ্গুলের ছোঁয়া দুটি পায়ের ভূষিত সৌন্দর্যে-
প্রণয়ী কবিতার কিছু শব্দ তোমার কাছে নত হয়ে থাকুক সুখ শিহরণে।


নিজেকে অচেনা মনে হয় প্রকৃতির ভেতর।
এ আমার নিয়তিসম পরাজয়।
স্তম্ভিত দুটি চোখে সমস্ত চেতনায়, বিশ্বাসে।
আমার নির্ধারিত নিয়তির কাছে বলবো,
"ভালো আছি খুব"
তুমিই চিনে নিতে পারোনি ক্লান্ত শ্রান্ত রূপালী দুপুর।


ভীষণ বৈপরীত্যে তুমি আমি,
নীরব প্রতিবাদে কাটানো সময়ের জাগরণে
রেখেছি জমা তোমার কাছে স্বপ্নের সঞ্চয়
ইতিহাসের অন্তহীন আবরণে।