দৃষ্টির সমস্ত আকুলতার বিস্ময় জড়িত চোখে,
আমি সেই দিনের কাছে ঋণী,
অবিশ্রান্ত প্রতিক্ষায়, তোমাকে অনুসরণের পথে।


বারেবারে ফিরে পেতে চায় সেই ক্ষণ,
অনন্ত আধারে অথবা স্তব্ধতায়।
দূরে সুদূর গগণে ভোরের আলোয় সবটুকু দিয়ে,
ছুঁয়ে যাক তোমার দুটো হাত,
যা চিরদিন রবে বিরহের রঙে অর্বাচীন অপব্যয়ে।


যে চেয়ারে তুমি বসেছিলে তারপাশেই,
আমার হাতে হাত রেখে কেটে যাবে আরও অপেক্ষায়।
মন খারাপের কবিতায়।
কপালের চুম্বনের স্পর্শকাতরতায়।
এখনো অপ্রস্তত অশ্রু ঝরে নিরব আড়ালে।


তোমায় মনে পড়ে না কোন নিঃসঙ্গ বেদনায়!
ঠোঁটের প্রান্তে এসে থেমে যাওয়া কিছু কথা,
বিবর্ণ জলের নিজস্ব রঙে হারায় অবিরত,
তোমার নিখুঁত সুন্দর পায়ে, শরীরের ঘ্রাণে চেনা কন্ঠে,
দৃষ্টির সমস্ত আকুলতায় একা নির্জনে ক্লান্ত প্রত্যাখানে,
নিত্য কাঁদায় আমাকে অবিরাম।


তোমাকে ভালোবেসে, তোমাকে হারানোর ভয়ে,
অবিশ্রান্ত প্রতীক্ষায় ভাটার টানে-
ক্লান্ত বেলা যায় বয়ে যায়।
বুকে বাজে মুমূর্ষু অধিকার।
বন্দী দুজন দু'খানে।


সমুদ্র ও আকাশে অবাক বিষ্ময়ে অদ্ভুত নীরবতায়।
স্থির বিহঙ্গনে তৃষিত হৃদয় চায় তৃপ্তির আবাহন।
তুমি আছো সংগোপনে সমর্পিত আমার হৃদয়ে,
ঠিক প্রার্থনায় সংগীতের মতো জাগিয়ে রেখো আমায়।
এটুকু আমার অহংকার নিস্তব্ধ চেতনায়।


=========