সঙ্গোপনে বয়ে যাওয়া বিবর্তিত কোন তীব্র আলোড়নে,
ছোট অলিখিত প্রতিশ্রুতিগুলো বিপন্ন পাতার মতো,
ব্যাথা রয়ে যাবে নির্বাসিত ভাবনার বুকে।
যেমন করে চেতনার নির্বাক অনুমতিটুকু,
বোঝা না বোঝার দোলাচলে হারিয়ে যায় আনমনে।


অতৃপ্তির গোপন বেহাগ নিত্য খেলা করে ভাবনার বুকে,
অথচ গতানুগতিক জীবনে -
নির্জন নিভৃত অপসৃয়মান যামিনীর মতো,
আপন ভুলের মাসুল বিরামহীন যাতনাবিদ্ধ।


তুমি তো স্বপ্নের আধেক বিনিদ্র রজনীর রহস্যময় নিরুদ্দেশ যাত্রী,
কখনো ফিরে দেখোনি কোনো সত্ত্বার গভীরে,
দেখোনি ভালোবাসার নিসর্গ চারণভূমি অশ্রুপাত,
দেখোনি আত্ম বিনিদ্র ছটফটে হাহাকার।


স্নিগ্ধতায় ভরে ওঠুক তোমার অনাগত সকাল,
কাশফুলের নরম কোমলতার ভরে থাক সব,
ভরে থাক কাঙ্ক্ষিত সকাল, দুপুর, সন্ধ্যা স্নিগ্ধ সুষমায়।
বিশাল মহিমায় জাগিয়ে তোল তোমার সুন্দর বর্ণিল পৃথিবী।


==========