দেখেছি অসংখ্য অনিন্দ্যসুন্দর
রমণীর নীরব পদচারণা!
দেখেছি কত ভূবন ভুলানো হাসি,
কিছুতেই ভরেনি মন আমার
আমি তোমাকেই ভালোবাসি।।


মায়াবী সুনয়না চিপচিপে সুহাসিনী
গোলাপের পাপড়ি সদৃশ ওষ্ঠ-অধর
কত শত লাস্যময়ী সর্বনাশী,
কাউকেই মনে ধরেনি আমার
আমি তোমাকেই ভালোবাসি।।


মৃদু প্রভঞ্জনে দেখেছি সোনালী প্রভাত
দেখেছি কত মোহময়ী ললনা!
অসীম গুণবতী জেনানা রাশিরাশি,
মনে ধরেনি কাউকেই আমার
আমি তোমাকেই ভালোবাসি।।


দেখেছি অবনি পরে শ্রেষ্ঠ অভিরাম
মায়া, দেখেছি কত প্রিয়দর্শিনী,
তন্দ্রায় সাজিয়েছি কত স্বপ্ন বাসর
আহা! কী মায়াভরা হাসি!
সবকিছু ছাপিয়ে অন্ধের মতো
আমি তোমাকেই ভালোবাসি।।


দেখেছি বিদ্যুতের ঝলকানিতে কিংবা
প্যারাফিনের মৃদু আলোয় উপচে
পড়া যৌবনা কত শত কামিনী।
হেঁটেছি যুগযুগান্তর একান্তে পাশাপাশি,
অথচ কিছুতেই কিছু হয়নি আমার
আমি তোমাকেই ভালোবাসি।


========