আমার অন্তহীন আকাশে বৃত্তাবদ্ধ চৌকাঠে বসে সুখের নহর খুঁজি,
কোলাহলের নৈরাজ্য থেকে অনন্ত ঘুমের পথে-
অবিনাশী শীতলতায় পাড়ি দিতে বহমান জীবনের স্থুপ থেকে।
তোমার আমার বৈপরীত্যে গভীর নির্জনতায় খুঁজে কী পায় নির্ভরতার আশ্বাস?
অসমাপ্ত সেই বোধ চাপা দীর্ঘশ্বাস ফেলে চেতনার প্রান্তরে।
আকাশস্পর্শী কাতরতায় ধীবরের অপেক্ষমান সাহসের
অকস্মাৎ আনন্দের মতো,
শূন্যতাকে পেছনে ফেলে নিবেদিত দুঃখগুলো স্তব্ধতায় রেখে,
তোমাকে আলোকিত করতে চাই সেই উচ্ছ্বাসে নিবিড় গভীরতায়।


=========