কাটাকাটি, ফাটাফাটি, মারামারি, ধরাধরি—
এই যেন এখন মানুষের নতুন খেলাধুলা!
কেউ লুডো খেলছে, কেউ ক্যারম, কেউবা তাস—
শুধু এখানে গুটি হলো মানুষ,
আর জেতা-হারা মানে হাসপাতাল বা হেডলাইন।
পৃথিবীটা ঠিকই শ্বাস নিচ্ছে, মাঝে মাঝে হাঁচিও দেয়,
কিন্তু মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব?
আরে ভাই, ওটা তো পুরনো ফ্যাশন!
এখন যার হাতে বড় ঢাল, তার কথা বড় সত্য।
শান্তি চাইলে? ভুল ঠিকানায় এসেছেন!
এখানে এখন শান্তির জায়গায় চলছে হুল্লোড়ের হাট!
শান্তি? ওইটা এখন জাদুঘরে রাখা পুরনো শব্দ—ধূলা মুছে দেখতে গেলে কেউ আবার বলে, "ওটা আবার খায় না মাথায় দেয়?"
সবাই ব্যস্ত—কে কত বড় হিংস্র হতে পারে, তার প্র্যাকটিসে।
পৃথিবীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে—
"বাহ! কী বুদ্ধিমান প্রাণী সৃষ্টি করেছিলাম!
নিজেরাই নিজেরে ছিঁড়ে খাচ্ছে, তাও আবার ধর্মের নামে, দেশের নামে, কখনও ফেসবুকের কমেন্টের নামে!"
মনুষ্যত্ব এখন হাফপ্যান্ট পরে পালিয়ে গেছে—
হয়তো অন্য কোনো গ্রহে গিয়ে বসে আছে,
আর বলছে—
"ওদের দিয়ে আর হবে না রে ভাই!"
এখনকার স্লোগান?
"ধর, মার, কাট—মানবতার বাজারে বিশাল ছাড়!"
পৃথিবীটা যেন বলছে—
"আমি তো আছি, বাপু! কিন্তু এদের একটু মেরামত দরকার…"
========