দেখেছি তোমাকে প্রভাত বেলায়,
নিঃসঙ্গ শুধুই একা বালুকা বেলায়।
তোমার মৌনতায় হৃদয় স্পন্দে,
বেড়ে যায় স্পন্দন রন্ধ্রে রন্ধ্রে।


কতো না দেখেছি তোমায় সেদিন,
অপূর্ণতা নিয়ে উপেক্ষা আমি।
বেলাভূমির সেই গোধূলি ক্ষনে।
আমাকে হারিয়ে খুঁজো নিজেকে।
আমি স্মিত হেসে চেয়ে দেখি দূর থেকে।


হাজার রঙ্গ জানা তুমি হাজার রুপের বাহার,
এতো অভিনয় এতো রাগ তবু হয়না মনোহর।
যেন সমুদ্রে আছড়ে পরছে ঢেউ শুধু ঢেউ,
এই ভালো এই মন্দ যেন আমি অন্য কেউ।


দেখছি তোমার বিলাসি মনে হাহাকারের মেলা,
নয়ন মাঝে হাজার ধুনে লুকোচুরির খেলা।
তুমি অধরা তুমি সোহাগী প্রেমময়ী শর্বরী,
অভিমানী তুমি বড়, মা-বাবার অতি আদুরি।


তোমার রুপে মধুর কায়া আমি শুধু জানি,
যতই থাকি যোজন দুরে আমি তোমারই।
তোমার কথা ভেবে, নিশী ভোর হয়ে যায়,
নিঃসঙ্গতায় চোখে জ্বল আসে বিমূর্ত একাই।


==========