বিনিময় না হওয়ার মধ্যে, না পাওয়ার মধ্যে!
ছিঁড়ে দেওয়ার চেষ্টা করি, জোড়া লাগা সকল সম্পর্ক!
আকাশের সীমানায় মেঘের আহবান করি।
আহবান করি, দূরান্ত, চঞ্চলা, উচ্ছল, ইতির স্মৃতি!


মনের বাতাসে ছিঁড়ে দেওয়ার সাথে, তোমার দুরত্বে,
মনের সীমানায় বন্যার কথা ভাবি, নিথর একান্তে!
অজানা পথে অজানা দেশে, অজানা মানুষের ভিড়ে,
চলি একাকী, চলি মনের দুঃখের অমোঘ বিশেষনে।


সন্ধ্যার আলো মনের ভেতরে, আষাঢ়ে মেঘ কাঁদে!
অন্ধকারে নিশ্চুপ বসে বুঝে নেই, তুমি অনেক দুরে।
অকস্মাৎ চিৎকার উঠে মনের অনন্ত গভীরে,
দুরে হলেও, প্রিয়তমা ভালোবাসি শুধু তোমাকে!


তোমার আমার দুরত্ব, ক্লান্ত, ভ্রান্ত, স্রান্ত, সব উচ্ছিষ্ট!
ভবিষ্যৎ উন্মেষণে চুপিচুপি ভেসে যাওয়ার চেষ্টা করি।
আর! নিরব ক্রন্দনে, বসে মোনাজাতে সুধাই বিধাতায়!
আর কত! কত আর একাকিত্ব, এ জীবন ভেলায়!!!


===========