তোমার শহরে আজ ঘুরে ঘুরে খুঁজেছি বহুবার
নতুনের ভিড়ে...পুরানো প্রিয় তোমাকে!!!
চন্দ্র মাসের চাঁদের শহরে খুঁজেছি তোমায়,
মায়াবী আলোয় হারিয়ে যাওয়া সময়ের স্তব্ধতায়।


ভীরু ভীরু পায়ে হেঁটে চলা জনসমুদ্রের মাঝে,
খুঁজেছি তোমায়, বেলা অবেলায় জীর্ণ শীর্ণ স্বাজে।
তোমায় ছুঁয়ে দেখার অতৃপ্ত নেশায় কম্পিত মৃর্দুলয়ে..
আজ বাড়িয়ে দিলাম হাত দুটো প্রিয় তোমার সংস্পর্শে।


প্রভাতের আলোয় প্রকৃতির জেগে ওঠা..
জেগে উঠে সহস্র ব্যস্ততার শহর, তুমি, আমি, আমরা,
ব্যস্ত আর বাস্তবের মিলন মেলায় মিল রেখে,
শত ব্যস্ততার মাঝেও খুঁজিছি শুধু তোমাকে!!!


তোমায় খুঁজে ছিলাম সাদা কাগজে পৃষ্ঠা জুড়ে,
যেখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ঘনিষ্ঠ মিলনে...
কাছে আসার পাশে থাকার, -
নতুন সৃষ্টির উল্লাস জুড়ে শব্দ মালার মাঝে।


তোমার শহরের স্বপ্নগুলো যখন দিনের আলোতে হয় বিবর্ণ!!
তখন আমি অমাবস্যার ঘনো অন্ধকার খুঁজে চলেছি তারুণ্য।
যা ফেলে এসেছি অন্ধকার জীবনের এক পথের প্রান্তে,,


অজানা বেশ পুরনো অদেখা তোমার পথের প্রতীক্ষায়।
আজও মনের ডিঙি নৌকায় একা মাঝি হয়ে তোমার অপেক্ষায়।


==========