এক মন খারাপের অ-বেলা
হঠাৎ অনামিকার জন্যে,
গোলাপগুলো আজো তাজা
রজনীগন্ধার মালা গাঁথা,
এক মন খারাপের বেলা৷


শেষ বসন্তে তুমি হেসেছিলে
মুক্তো ঝরে পরে তোমার হাসিতে,
একটা পলাশ তুলে দিলেম হাতে
তুমি রঙীন করে দিলে আমায়৷
এক বসন্তের খুঁশীর বেলায়৷


আজো তোমায় দেখি অনামিকা!
প্রতি বসন্তে পলাশ তুলে রাখি
কৃষ্ণচূড়া ঘেরা পথে তোমার আনাগোনায়,
শিমুল বিছানো পথে আপন পাতায়৷
প্রতি বসন্তে তোমার পথ চেয়ে থাকায়৷


শিউলি ঝরা সকাল শিশির মাখা পথ,
ঘাসের ডগায় ছোঁয়া শিশির বিন্দু,
বনফুল ঘেরা পথে দূর্বা দলে তোমার অভিসার
কদম তলায় দুটি মন এক হয়ে যায় দু'জনার।


প্রতি শরৎ সকাল আমার অপেক্ষা অনন্তকাল৷
আজ সকালে হঠাৎ,
তোমায় মনে পড়লো অনামিকা
তুমি রয়েছো ডুবে কোথায় একা?
এখন বসন্ত নয়, তবুও!


এক মন খারাপের সকাল,
তোমারও কি আমায় মনে পড়ে!
বেড়িয়ে এলেম বাড়ী ছেড়ে
দূর্বা দলে শিশির ভেজা পথে
একাই আছি পড়ে শুন্য রথে।


হাঁটতে হাঁটতে পেড়িয়ে গেলাম শিউলি ঝরা পথে
পৌঁছে গেলাম ফাগ পলাশের বনে খালি হাতে।
যদি বসন্ত এসে থাকে তোমার জন্যে৷
চেয়ে দেখি পলাশ ফোঁটে নি
কৃষ্ণচূড়ায় রঙ ধরে নি, শিমুল ঝরে নি পথে,


পলাশ না ফুটুক কোকিল না ডাকুক,
পৃথিবীর সব সৌন্দর্যে না হোক বিকশিত!
তোমার জন্য আমার প্রেম থাক অপ্রকাশিত!
যোজন দুরে তুমি আমি রয়ে যাই অবহেলিত!
তবু আজ বসন্ত, অনামিকা শুধু তোমার জন্যে !


========