যৌবনের সূর্য বিকাশ করে,
স্বপ্নের নীলিমায় ফুলে উঠে।
স্নেহের আলোয় পূর্ণিমা রাত,
অচেনা পথে হারায় প্রভাত।


যৌবনের হাওয়া মন হেরে,
স্বপ্নের কুঁড়ি মাথায় রেখে।
প্রেমের কান্না বা হাসির ধারা,
জীবন রঙে রঙে বাতাস হারা।


যৌবনের আকাশ বদলে যায়,
স্মৃতির মেঘে ভিজে বেড়ায়!
হৃদয় মাঝে চলে নব সুর গান ,
অবিচ্ছেদ্য সৌন্দর্যে ভাসে নির্বাণ।


যৌবনের সন্ধ্যা আসে স্বপ্ন নিয়ে,
আলোর পথে প্রেমের রং পড়ে।
সমুদ্রের ঢেউ নাচে ছল'ছলে,
যৌবন দুপুরের মনে, স্বপ্ন সেলে।


যৌবনের রঙে রঙে, রঙিন আলো,
বন্ধুত্বের গানে নাচে, মনের কালো।
সুরের সৃষ্টি করে মনের ধ্বনি,
স্বপ্নের রঙিন প্রণয় নীলিমা সুন্দরী।


যৌবন সময় যেন এক সপ্নের খেলা,
অজানার সন্ধানে হারিয়ে যাওয়া।
হঠাৎ আসবে এক প্রাণ্তিক আদর,
সোনা স্মৃতিতে মোড়া স্বপ্নের চাদর।


==========