ঝির ঝির বৃষ্টি, কদম তলায়-
বর্ষার ফুল কদম হাতে
দেখলাম অতুলনীয় এক ললনাকে।
ধীরে ধীরে বড় ফোটায় ঘনতালে হচ্ছে বৃষ্টি
তবুও কদম তলায় দাঁড়িয়ে  ললনা, হাতে কদম ফুলটি।
ঝরা জলে কালো চুল ফর্সা মুখে এলোমেলো
প্রথম দেখায় সকলেই চমকিলো।
সত্যিই উপভোগ্য দৃশ্যটি-
সৃষ্টি করেছে বৃষ্টি।


কদম হাতে আনমনা রমনীয় কামিনী
কদম হাতে দাঁড়িয়ে আছে, আসবে বুঝি সঙ্গী!
বন্ধুর দেরিতে একটুও বিরক্ত নয় সে।
বৃষ্টিতে ভেজাই যেনো তার পরম পাওয়া।
সোজা দাঁড়িয়ে কদম হাতে-
অতি আগ্রহে বৃষ্টির ফোটা দেখছে সে।
দাঁড়িয়ে আছে সে কখন থেকে কদম তলায়,
যেনো দক্ষ হাতে গড়া এক মূর্তি।
সত্যিই উপভোগ্য দৃশ্যটি-
সৃষ্টি করেছে বৃষ্টি।


কার অপেক্ষায় দাঁড়িয়ে আছে অতুলনীয় ললনা?
বৃষ্টি শুরু হয়ে বন্ধ হলো, কেউতো এলোনা।
দৌড়ে গেলাম কদম তলায়-
তাকে জিজ্ঞাসিবো ভেবে।
বললাম, "কার অপেক্ষায় ভিজলেন বৃষ্টিতে?
কেউতো এলোনা, কদম হাতে ভিজলেন কেনো তবে?"
মুচকি হেসে বললো সে, "বৃষ্টির অপেক্ষায় ছিলাম।
বৃষ্টি এলো, কদম তলায় দাঁড়িয়ে ভিজলাম।
বৃষ্টিতে কদম তলায় ভিজবো
অনেক দিনের ইচ্ছে ছিলো।
আজ তা পূরণ হলো।"
আবার মনকাড়া হাসি!
সত্যিই উপভোগ্য দৃশ্যটি-
সৃষ্টি করেছে বৃষ্টি।


___________
ফেনী, ২০১০।