করেনা যে সুখের তালাশ
হয়না সে কখনো  হতাশ।
দুঃখ তারে ছুঁতে পারে না
সুখেই থাকে বারোমাস।


সুখ নাই, সুখ নাই বলে -
করে যারা হাহুতাশ;
দুঃখ তাদের ভালোবেসে -
করে যায় সর্বনাশ।


যা আছে তা নিয়ে
মোটেও নেই যাদের সন্তোষ ;
সুখ স্বেচ্ছায়  কখনো-
তাদের সাথে করেনা আপোষ।


সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও শুকরিয়ায়-
নেই যাদের অভ্যাস,
দুঃখ তাদের সঙ্গী হয়ে-
অবশিষ্ট সুখের করে দেয় নাশ।



_________
১২-০৩-২০২৩
খিলক্ষেত, ঢাকা।