সুদিন তুমি আর কত দূর?
আর কতটা পথ অতিক্রম করলে
কতটা স্বপ্ন ভাঙ্গলে
কতটা প্রয়োজন ফুরালে
সুদিন তুমি ফিরবে?
বলো তুমি ফিরবে কোন সকালে?


আর পারছিনা
অগোচরে জ্বল ঝরাতে
মিছেমিছি হাসিতে আশার ফুল ফুটাতে।
শরীর ও মনের অস্বস্তি গুলোকে
আর লুকিয়ে রাখতে পারছিনা
ভেসে উঠছে সেসব
ক্রমান্বয়ে কপালের ভাঁজেতে।


সুদিন তুমি আর কত দূর?


আমি তোমার ঠিকানায় পৌঁছাতে পারিনি
তুমিও কি তাই বিলম্ব করছো?
নাকি বার বার পথ ভুলে দূরত্ব বাড়াচ্ছো
উপহাসের হাসি হেসে দূরে ঘুরে বেড়াচ্ছো?


তুমি আসবেনা ।
তবু কত মানব শরীর আমার মত
তোমার পথ চেয়ে বসে ছিল, আছে এবং থাকবে।
সুদিন তুমি আর কত দূর?
সুদিন!