ওহে কবিতা,তুমি কি তোমার শব্দের কান্নার আওয়াজ শুনতে পাও?
এত আঘাতের পরও কেন তুমি শুধু সুখেরই
গান গাও?


নিরবে নিশ্চুপে থাকা শব্দগুলোই তো জেগে উঠে গভির রাতে।
কান্নার এত চিৎকার শুনার পর কি মন চায় না কথা বলতে এই জীবিত লাশটির সাথে।


চোখ ভিজানো মুখ-খানা কি দেখতে পেয়েছিলে গভির অন্ধকারে?
ওই সময় তো আমি চিৎকার করে ডাকতে ছিলাম তোমায় শুকনো গলার স্বরে স্বরে


ওই অন্ধকারে ডাকতে থাকা ঝিঁ ঝিঁ পোকা গুলোও থমকে গিয়েছিলো শুধু চিৎকার শুনে।
কত শত আঘাত দিয়ে গড়েছো তুমি এই লাশটিকে,দেখবে কি একটু গুনে গুনে?