নিঃসঙ্গতায় কিভাবে থাকি বলো—
তোমার আনাগোনা আমার মনের চিরস্থায়ী নির্বাসন।