তোমায় খুঁজেছিলাম সেই দিন আমি
ধুলোবালি, রোদ সবকিছুকে সহ্য করেই
ক্লান্ত হয়েও হয়নি, কারণ মনে ছিল তোমাকে দেখার, তোমার চোখে চোখ রাখার অপেক্ষা
সে অপেক্ষা তো শেষ হবার নয়
এই গলি, ওই গলি সব জায়গায় খুঁজে বেরিয়েছি
কিন্তু শূন্যতা আর কাটে না, নাকি শেষ হবারই নয়
সে কবে একদিন দেখেছিলাম তোমায় স্কুল বারান্দায়
ওই দেখার তৃপ্তিটাকে একটু একটু করে শেষ করছি
নাকি শেষ হবার নয়
অসীম কাল পর্যন্ত যদি আর দেখা না পাই?
মৃত্যুর আগ পর্যন্ত দেখার সেই তৃপ্তিটাকে
একটু একটু করে বাঁচিয়ে রাখব।