শহরের প্রতিটি রাস্তায় লেখা আমার নাম,
শহর জানে আমি কে? কি আমার পরিচয়!
আমি এই শহরের  পরিচিত এক প্রেমিক,
অবহেলা,আমার প্রথম ভালোবাসা।


ভবঘুরে খেতাবও পেয়েছি বহুবার,
এ শহর সব তা জানে;সব বোঝে,
শহরের প্রতিটি ধুলোয় লেখা আমার ভালোবাসার নাম,
অবহেলা,আমার প্রথম ভালোবাসা।


উত্তপ্ত রাস্তায় শুয়ে থাকা লোকদের ও আমি জানি,
শুনেছি তাদেরও  আমার মত ভালোবাসা ছিলো,
তারাও আমার মতই প্রেমিক তবে প্রবীণ,
অবহেলা,আমার প্রথম ভালোবাসা।


শত হৃদয়ের ঘৃণার বস্তু হয়েছি আজ আমি,
আমি শহুরে ধুলোর বন্ধু,তারা ভূবন ডাঙ্গার পাখি,
ভালোবাসা বলতে তাদের কাছে শুধুই অট্টালিকা,
অবহেলা,আমার প্রথম ভালোবাসা।


ক্রমাগত হারিয়ে ফেলছি অস্তিত্ব আমার,
শহরের উত্তপ্ত ধুলোর প্রিয় বন্ধু হতে চাই আমি,
আমি কেবল এই যান্ত্রিক শহরের প্রেমিক,
অবহেলা,আমার প্রথম ভালোবাসা।