ভাঙ্গা ঘড়ির কাঁটা থেমে আছে—
ঠিক যেদিন তুমি চলে গেছো।
সময়ও যেন বোবা হয়ে গেছে,
নড়ে না, চলে না—শুধু দাঁড়িয়ে থাকে।
ভাঙ্গা কাঁচের মতো সম্পর্ক,
যেখানে আমরা দেখতাম নিজেদের ছায়া।
আজ সেই টুকরোগুলো
রক্তাক্ত করে আমার প্রতিটা ভাবনা।
ভাঙ্গা স্বপ্নগুলো এখন
রাতের তলার জ্যোৎস্না খায়,
তবুও মাঝে মাঝে—
একটা ভাঙা গানের সুরে তুমি ফিরে আসো।