পাখির মাঝে আজও নিরবতা
নতুন গাছে ধরে নি পাতা
সাক্ষী সে দিনের রক্তাক্ত খাতা
কি ভয়ানক ছিল হায়নাদের নিষ্ঠুরতা ।


বন্দুকে একটা গুলি বাকি ছিল না
খেলেছিল যারা মৃত্যু কাব্য খেলা
কি নিষ্ঠুর ছিল সে দিন মানুষের
    ১৪৪ ধারা  ।


লাশের উপরে লাশের বস্তা
শত মৃতুদেহ করছে টানা হেচড়া
কোথায় তাদের হলো শেষ
নিরব জাতি আজও তা জানে না ।


পিচ ঢালা রক্ত দিয়ে
পেয়েছি মায়ের ভাষা
ভুলবনা আমরা
কোন দিন তোমাদের ভুলবেনা ।