আমার মৃত্যুর অনেক বছর পর,
সন্ধ্যা গুলো কি ঠিক এমন হবে?
পূর্ণিমা কি আমার প্রেমিকার মতো স্নিগ্ধ হবে?
বর্ষায় কি ভিজবে আমার কবরের মাটি?
মাটির সোঁদা গন্ধে কি আমার ঘুম ভাঙবে না?
আমার কি ফিরে আসতে ইচ্ছে করবেনা?
এই বিকেলে, এই পূর্ণিমা অথবা যেকোনো সন্ধ্যায়।
এই পৃথিবীতে জীবন আমাকে যতটা না মুগ্ধ করেছে
তার থেকে বেশি অমোঘ করেছে  আমার মৃত্যু।
একটা স্নিগ্ধ মৃত্যুর আশায় হয়তো বেঁচে আছি
যার খোঁজ কেউ রাখবে না,
হিসেব রাখবে শুধু ডেথ সার্টিফিকেট।
কেউ যানবে না যে এই বিয়োগ স্রষ্টার কত প্রিয় ছিল।
আমার মৃত্যু হলে বড়জোর কি হবে?
না বিকেল তার রঙ বদলাবে ,
না বর্ষায় একটুও কম বৃষ্টি হবে ,
একা চিল একাই আকাশে উড়বে।
কিন্তু  তুমি, তুমি কি করবে?