দেখো,
সময় কি অদ্ভুত যাদুকর।
যেই তোমার চোখে আমার
গোটা একটা আসমান ছিলো,
সেই তোমার চোখ জোড়াই
যেন আজ অন্ধকার গলির
কর্মব্যস্ত বেশ্যা,
অতি তৎপর খদ্দের খুঁজে হয়রান।
পুরনো সেই মায়া নেই
নেই মাদকতা, নেই স্যাঁতসেঁতে ভালোবাসা মাখা পাপড়ি।
বহুব্যবহৃত ঠোট জোড়া কতটা ফ্যাকাশে হলে,
নিপ্সটিক ছাপিয়ে
বিবর্ণতা ফুটিয়ে তোলে,
তাও হলুদ হ্যালোজেনে পূর্ণ স্পষ্ট।