এরপর সব শেষে তোমারে যে পাইলো,
সে পাইলো পাহাড়ায় রাখা বাগানের শুদ্ধতম গোলাপ,
আমি পাইলাম তার বৃন্ত ছোয়া আর কিছু স্থায়ী সুবাস।
সে পাইলো পৌষের সোনালী শিশির ফোটা,
আমি পাইলাম অথৈ নোনা জল।
তার ভাগে গেলো কাজল কালো ডাগর দুইটা চোখ,
আর আমার ভাগে গোলাপ কাটার বিরান ফুল বাগান।
তোমারে পাইয়া যে জিত্তা নিলো শহরের সব অক্সিজেন,
আমি পাইলাম মনোক্সাইডের দীর্ঘশ্বাস।
সে পাইলো জোনাকি সমেত পুরা পূর্ণিমা,
এইখানে পড়লো একলা ঝিঝির আর্তনাদ
আর ঘোর অমাবস্যা।
সে পাইলো শক্ত গিরনে ভদ্র ঘুড়ির নাটাই,
আমার গেলো নাটাই কাটা,
একলা আকাশ বড্ড একা।