এই ট্রাফিক লাইটস গুলো জানেনা
ঠিক কত সময় জ্যামে আটকালে,
বস মাইনে কেটে রাখে।
কালো মেঘেরাও জানেনা
ঠিক কত খানি বৃষ্টি এলে,
এই শহরের বস্তিগুলো যায় তলিয়ে।
যেমন ফুলেরা জানেনা জন্মে তাদের কি দোষ,
ইচ্ছে হলে তাদের দিয়ে দেয়াল সাজাও,
পাপড়িগুলো জমিয়ে রাখো গোপন কোনো ডায়েরি জুড়ে।
আবার ইচ্ছে হলেই, মুছে ফেলো অস্তিত্ব কি নির্বিচারে!
ইচ্ছে হলে অভিমানের দেয়াল তুলো,
ইচ্ছে মতো রঙ মাখিয়ে অভিযোগের পেরেক ঠোকো।
এদের মত আমিও জানিনা ঠিক কতখানি ভালোবাসলে
তাকে তুমি ভালোবাসা বলো।