তুমি তো জানোই,
আমি বরাবর মধ্যবিত্ত
পকেট,প্রেম আর কবিতায়।
চাইলে লিখে ফেলতে পারি না একটা মহাকাব্য,
কিন্তু অনায়াসে উৎসর্গ করি
প্রথম কবিতার বই।
চাইলে সহস্রাধিক জার্ভেরায় তোমায় সাজাতে পারিনা,
কিন্তু দিতে পারি একটা রক্তবর্ণ গোলাপ গুজে।
চাইলেই হতে পারিনা ইতিহাসের শেষ মাজনু,
কিন্তু ফিরতে পারি আবার, বার বার
শুধু একবার দেখবার পিপাসায়।
তুমিও তাই চাঁদ না হয়ে জোৎস্না হও,
বর্ষা না হয়ে কুয়াশা হও,
বুকের ব্যথার ঔষধ হও,
একটু আকটু স্পষ্ট হও,
তুমি আর যাই'ই হও,
মধ্যবিত্ত কবির কবিতা হও।
শুণ্য পকেটে গোলাপ হও।