আচ্ছা, মূলত স্বর্গের রঙ কী?
জায়গাটা কি আমার স্বপ্নের মত নিখাঁত সবুজ হবে?
উঁচু পাহাড়, বুকচেঁড়া নদী, জলের শব্দ,
পাহাড়ী ফুল আর তার গন্ধ?
শীত, বর্ষা আর বষন্ত সব সময় মেনে আসবে তো?
একদম ঘন কুয়াশায় নিজেকে হারিয়ে ফেলা যাবে?
ঘোর বরষা আর সাথে সোদামাটির ঘ্রাণ থাকবে?
এই আজকের মতোন চোখ ঝলসানো ধপধপে পূর্ণিমা,
সন্ধের রক্ত বর্ণ সূর্য, বাড়ির পাশের কৃষ্ণচূড়া, দেবদারুরা থাকবে তো ?
আমার প্রিয় দুঃখ, কলম, খাতা, রুমাল আর সব প্রিয় মানুষেরা থাকবে?
সেখানে যদি এগুলোই না থাকে তাহলে আদৌ কি তা স্বর্গ হবে?
অগত্যা আমি তো ভাই যাচ্ছি না সেখানে, আপনি যাবেন নাকি?


ও পরাক্রমশালী ঈশ্বর এ অসীম মহাবিশ্ব নিজের মতো বানালে, সাজালে। প্রার্থনা শুধু,
এ পাপীর স্বর্গটা তুমি, তার মনের মতই করো।