প্রিয় সুখ,
সেই যে গেছো তিন বসন্ত হলো।
আমার ঠিকানা ভুলে গেলে নাকি আমাকেই?
কোথায় খুঁজি বলো,
নিটোল জোৎস্নায় রুপোলী
বালুচরের এপিঠ, ওপিঠ,
প্রখর শরৎ দুপুরে আস্ত
কাশবন উজাড় করেও তুমি
কিংবা তোমার ঠিকানা পাই নি।
ইচ্ছে হলে কখনো এসো।
এ অন্তঃসার শূন্য সমাজ
সভ্যতার দেয়াল ডিঙিয়ে
নির্জনে,
ঘোর অমাবস্যায়।
সহস্র উৎসুক দৃষ্টি লুকিয়ে,
রাখবো বুক পকেটের গহীনে।