কিছু কিছু মৃত্যুসংবাদ গোখরো সাপের ফণা তোলে
তপ্ত ছোবলে মনে আঁকে শোকাতুর ছবি
টের পাই, জীবনের রন্ধ্রে রন্ধ্রে অভিশাপ আর মধ্যবিত্ত পাপের বসবাস
অর্জিত সুখের, আনন্দের যত স্মৃতি সবই ঋতু অভিজ্ঞ কোকিল!
বাইন মাছের স্টাইলে ফাঁকি দেয় সুসময়, সম্ভাবনার স্বপ্ন
সুবিধামতো, হৃদপিন্ড চেপে ধরে ঈশ্বরের কর্পোরেট হাত
অহরহ অকালমৃত্যু কিংবা জীবন্মৃতের বেঁচে থাকার আনন্দ
বুকের ভেতর জোছনা লুকিয়ে রাখা অমাবস্যার চাঁদ।