চোখ ভুলানো ঐ ছবিতে
জাদু আছে মিশে,
কাল চোখের হাতছানিতে
হারাই আমি দিশে।

মায়াবী ঐ মুখখানিতে
মিষ্টি মধুর হাসি,
মনটা ভরে দেখলে তাকে
তাইতো ভালবাসি।

লাল গালের তিলটা যেন
দেয় পাহারা বসে,
নজর যেন না লেগে যায়
দুষ্ট চোখের ত্রাসে।

খোপা বাধা চুলগুলি তার
ওড়না দিয়ে ঢাকা,
দেখতে তাকে যেতাম এখন
থাকতো যদি পাখা।

বারবার কেন দেখছি ছবি
কিসের এত নেশা?
এত দেখেও মন ভরে না
ফরজ থেকে এশা।

বাঁকা ঠোঁটের স্মিত হাসি
কি যেন বলতে চায়!
পথহারারা এই হাসিতে
পথের দিশা পায়।

মুখখানিতে শুধুই মায়া
চোখেও মায়ার টান,
দেখলে তাকে দুঃখ ভুলে
ভুলি সারা জাহান।

ছবিটিতে ভাসছে কত
কবিতার বাহার,
গল্প হাজার আছে জমে
তার সাথে আমার।

দেখলে তাকে সাধ মিটে
দেখার "বনলতা সেন।"
বন্ধু আমার প্রিয় অতি
নিঃশ্বাসে অক্সিজেন।