সামনে চল,
তরুণ দল,
বুকে বল।

সামনে পাহাড় !
সাধ্য কার?
ঠেকায় মোদের?

সামনে নদী!
ডুবি যদি?
হা হা তাই কি?

বল ভাই বল,
মৃত্যু ভয়,
করব জয়।

সামনে সাগর!
উড়াও পাল,
শক্ত হতে ধর হাল।

তরুন দল,
মরণে মুক্তি,
ঈমানী শক্তি।

দৃঢ় পণ,
সত্য সাধন !
যাতনা ভীষণ।

তবুও রঙিন,
আসবে সুদিন,
চেরাগে আলাদিন।

কর অনুভব,
আল্লাহ রব,
তিনিই সব।