তুমি আমার ভোরের তারা,
পথ হারা,
স্বপন সারা।


তুমি আমার রাতের আধার,
অপেয় জল-ধার।
না ফেরা আবার।


তুমি আমার না ছোয়া হাওয়া,
হারিয়ে যাওয়া,
না খোঁজে পাওয়া।


তুমি আমার বেদনার ঘ্রাণ,
না গাওয়া গান,
ঝড়ো তুফান।


তুমি আমার না দেখা স্বজন
অপেক্ষার কিছুক্ষণ,
মেঘলা আনমন।


তুমি আমার, না থাকা কুড়ে ঘর
হয়ে যাওয়া পর
কাঁপুনি দেওয়া জ্বর।


তুমি আমার কেউ না তারপর,
ভুলতে না পারা প্রহর,
ভালোবাসার ঘর।