আঁধার চিড়ে
             সাজেদুর রহমান


আঁধার চিড়ে শূন্যে যে মুখ ভেসে ওঠে
তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া
সকল ধরা-ছোঁয়ার মাঝে ।
 
সে যে লুকিয়ে বেড়ায় গগন-তারার ফাঁকে ফাঁকে
যায় হারিয়ে, যায় মিলিয়ে
পাই না তারে, পাই না পরশ
শুন্য দু’হাত ফিরে আসে, শূন্যতারই অন্ধকারে !
বহে ব্যথা বহ্নিজ্বালায় হৃদয়কোণের শুন্যপাড়ে
তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া
সকল ধরা-ছোঁয়ার মাঝে ।