সেই
            সাজেদুর রহমান


আমাদের পুরুষ সমাজে রুপবতী নারীর বেশ কদর, বেশ সমাদর ।  
রুপবতী নারী দেখলেই আমদের অন্তরে-বাহিরে যেন ঝড় ওঠে, বলে উঠি  'সেই' !
না না, এ আমাদের দোষ নয়;
সব সময় কেন যে আমাদের প্রজন্মকে এতো গালি দেও?  
এ বহু পুরাতন বিষয় ।
যদি মানবীর রূপের সাথে কিছুটা গুণ মিশ্রিত থাকে তাহলে তো আর কথায় নেই  !  
একজন রূপবতী অভিনেত্রীকে আমরা বলি 'সেই  সেই' !
একজন রূপবতী গায়িকাকে বলি 'ও মা! সেই  সেই' !
একজন রূপবতী লেখিকাকে বলি 'ওরে বাবারে! সেই সেই ' !
কিন্তু তোমার মতন লাস্যময়ী রুপবতী ভীষণ প্রতারক,
কলহাস্যে হৃদয়-খুনী রমণীদের
আমরা যেন কেউ বলিই না 'কী বীভৎস, কী জঘন্য, কী  কুৎসিত' !
তোমাদের দুর্নিবার প্রতারণার আঘাতে যে পুরুষ আমার মতন
মরে যায় প্রতিটা দিন কিংবা প্রতি মুহূর্তে - সেই কেবল মরে ।  
অন্যসব পুরুষেরা তোমাদের রূপেই থাকে আবিষ্ট, বিবশ ।
তাই শরীর জুড়ে যতদিন রূপ থাকে, ততদিন তোমরা এ সমাজে অন্তত 'সেই' !