আকাঙ্ক্ষা
-সাজেদুর আবেদিন শান্ত


তোমাকে না দেখলে আমি
হবো জীবন্ত উম্মাদ,
ভুলে যাবো পৃথিবীতে আমি
বেচে থাকার স্বাদ।


তোমাকে একটু দেখার সুখে,
হাজার কস্ট চেপে রাখতে পারি এই বুকে।


তোমার জন্য এনে দিতে পারি আমি
সম্রাট শাহজাহানের সেই স্বপ্নের কহিনুর,
তোমার জন্য হাটতে পাড়ি
একশত হাজার ক্রোশ দূর।


তোমার চোখে ঝড়তে দিবোনা
কখনো দুখের জল,
তোমার দুখে ব্যাথিত হবো
তুমি হবে নির্মল।


তুমি যদি চাও তোমার জন্য
হাসিমুখে করবো মৃত্যু বরণ
তুমি শুধু তোমার সুখের সময়
আমার স্মৃতি করো স্মরণ।


তোমার জন্য ছাড়তে পাড়ি স্বপ্নের ভূলোক
তোমার চোখে বিশ্ব দেখবে আমার এ দু চোখ।