এই শহরে পথশিশু আর ভাসমান যত মানুষ আছে
আমি চাই রাষ্ট্র তাদের ব্রাশফায়ার করে মারুক
রাষ্ট্র তাদের দায়িত্ব নিচ্ছেনা আবার ওদিকে অনেক দিন ধরেই
সশস্র বাহিনীর বন্দুকের নলে জং ধরেছে  


ওই মানুষগুলো কুকুরের সাথে ডাস্টবিনের খাবার খাচ্ছে
মেয়েগুলো ধর্ষিত হচ্ছে প্রতি রাতেই
তারা মরছে প্রতিদিনই; সেটা স্থায়ী তো অন্তত রাষ্ট্র করতে পারে
সিটি কর্পোরেশন একটা বেওয়ারিশ কুকুর মারলে ৪০ টাকা দেয়
ওদের মারলে দেওয়া লাগবেনা কোন টাকা
বাজেটে প্রতিবছর অস্ত্র কেনা তো হচ্ছেই
সেগুলোতে যে মহড়া চলে, তাই চলুক
মহড়া চলুক ফুটপাথে ঘুমিয়ে থাকা নারী শিশু আর বৃদ্ধের ওপর
এরা তো আবার সন্তানও প্রসব করে
না, মানবাধিকারের কথা বলে এদের বন্ধ্যাকরণ নয়,
একেবারেই মেরে ফেলা হোক

এরাতো মরছে প্রতিরাতেই
এরা মরলে বরং চুরি ছিনতাই কমে শৃঙ্খলা ফিরবে
ফুটপাথ-ভাস্কর্যগুলো দখল মুক্ত হবে- নগরীর রূপ বাড়বে  
গরীব কমায় বাড়বে গড় মাথাপিছু আয়, জিডিপি, শিক্ষার হার
আমদের কারও কোন ক্ষতি হবেনা এরা মরলে
বরং ক্ষুধা-দারিদ্রমুক্ত রাষ্ট্র পাব আমরা যেটা সরকারের অঙ্গীকার ।