সুন্দর এই ভূবন বাড়ী
ভেবনা তো স্বর্গপুরী,
চলে যাব শূণ্য হাতে
নেই যে আমার ঘাটের কড়ি।


ভবের এই মিছে মায়ায়
বন্দি হলাম লোভের ছায়ায়।


লালসার এই মিথ্যা জ্বালে
জীবন গেল রসাতলে।


শয়তানের এই মিছে ধোকায়
দেহ আমার খাবে পোকায়।


বুঝেছি আমি অবশেষ
যখন আমার সময় শেষ।


যেদিন ছেড়ে যাবে আত্বার ময়না
কবর হবে শেষ ঠিকানা।।


রচনা ২৮/১১/২০১৪
মানামা, বাহরাইন।