দুঃখ আমার বসত বাড়ী
দুঃখের সাথে খেলা করি
দুঃখ আমার দিবানিশি
দুঃখে কাঁদি দুঃখে হাসি।


দুঃখ নামের নদীর মাঝে
দুঃখের এই নৌকা ভাসে
দুঃখ নদীর কোন এক বাকে
দুঃখের পরে নাকি সুখ থাকে।


দুঃখ কষ্টে চালাই তরি
দুঃখের সাগর দেব পারি
দুঃখকে আমি করব পর
সুখে থাকতে জীবনভর।


রচনাকাল ৪/১/২০১৫