ধন্য তোমায় বলি ধন্য
শতভাগ ভালবাসা
আজ করলে শূন্য
ধন্য তোমায় ধন্য।


তুমি বাঙবে আবার গরবে
আমি কি বাজারের পণ্য?
ধন্য তোমায় ধন্য।


কেন আজ আমি সর্বহারা-
তোমায় ভালবেসে কি
হয়েছি এতই নগন্য?
ধন্য তোমায় ধন্য।


বুকভরা ভালবাসা ছিল
শুধুই তোমার জন্য
নিমিশেই করে দিলে চুর্ন
ধন্য তোমায় ধন্য।


নবরঙে তুমি হয়েছ রঙিন
আমায় করে ভীন্ন
ধরেছ হাত অন্য
ধন্য তোমায় বলি ধন্য।


বাহ বাহ......
তোমার ভালবাসা কি অন্যান্য।।


রচনা ৫/৫/২০১৫