মেঘ দুধ ভাত
আকাশ নীল পাত
রাতের আকাশে তারা বিছিয়ে খাই
তামাটে চাদে রুপোলি জোত্স্না মাখাই।


পথ ধুলো ছাই
পথিক খুজি ঠাই
পথের মাঝে স্বপ্ন বিলিয়ে চলি
রংধনুরে ধার করে রাঙি এ গলি।


নদী খর স্রোতে
ক্ষণ সম ছোটে
স্রোতস্বিনী তেই দু:খ ভেলা ভাসাই
স্বপ্ন পালে দখিনা হাওয়া পাঠাই।