ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে
যেই না আমি পরলাম
ধুলো বালির আস্তরণে
হাঁচতে হাঁচতে মরলাম। ...


হাঁচির চোটে ময়লা গুলো
ব্যস্ত আমায় ঘিরে
উত্সুক কিছু জনতা ও যেন
হাসছে মুখটি চিড়ে। .


কি হয়েছে? হয়নি কিছু....
এই না ভেবে তাই
পেছন ফিরে অবাক আমি
এক মেয়েকে দেখতে পাই


খোদার কসম মেয়েটি যেন
ডানা  কাটা পরী
তাহার রূপে আমিও যেন
ফিরে ফিরে মরি...


এ-কি হলো!!কাঁদছে কেন?
মেয়েটির চোখে জল !
বুঝতে পারলাম,আমি ই কারণ
আমি ই হলাম খল। ...


আমার সাথে ধাক্কা খেয়ে
চোখে তাহার  জল
ডাগর চোখের এক কোনাতে
লেপ্টেছে  কাজল....


টাস‌‌‍‍‍‍‍‍‌‌‌কি খেয়ে। স্তব্ধ হয়ে
কি বলি!! কি করি!!
সাহস নিয়ে বলেই দিলাম
I am sorry......


কাঁপা  কন্ঠে বলল আমায়
আমার জুতাটি দিন
তাকিয়ে দেখি..তাইত সে যে
দাড়িয়ে... জুতাহীন !!!


আমার পায়ের নিচে হলো
তাহার জুতার ঠাই !
ততক্ষণে আমি যেন
আমার মাঝে নাই !!


জুতা খানা হাতে নিয়ে
ফেরত দিলাম তারে
জুতা ? নাকি হৃদয় দিলাম
সে কি বুঝতে পারে ?


বাসায় এসে সারা টি রাত
আমি জাগি - চাঁদ জাগে
আমার মত সে ও কি জেগে
রাগে আর অনুরাগে ?


পরদিন আবার সেই খানেতে
আবার  দাড়াই  এসে
হৃদয়টাকে চমকে দিয়ে
সে দাড়ালো পাশটি ঘেঁষে।


ঠােঁটের কোনে  মুচকি হাসি
তা - না  দেখেই সুখে ভাসি
হৃদয় আমার বলছে ডেকে
আমি তাকে ভালবাসি....