আমি মেঘ সাদা দের দলে
হাতের মুঠোয় অস্তিত্বের টানা পোড়ন
কালো অতীতের রাতে জোনাকির আলো জ্বালিয়ে
হুতুম পেঁচার তীক্ষ্ণ দৃষ্টি বান গোগ্র্রাশে বিষ ঢালে।


তবুও আমি মেঘ সাদা দের দলে


রঙিন স্বপ্ন বালি চাপা পড়ে যায়
হয়ে থাকে ধুসর রঙ্গে আচ্ছাদিত মৃত কচ্ছপের খোলস
ব্যর্থতার নোঙ্গর যেন গেথে রেখেছে আমায়
কালের তিক্ত গহ্বরে , অপ্রাপ্তির বেড়াজালে।


তবুও আমি মেঘ সাদা দের দলে


বোবা প্রজাপতির বুকফাটা আর্তনাদে
ঢেউ তোলে বক্ষে প্রোথিত নীল বেদনায়
কালো রঙ্গে ছেয়ে যাচ্ছে বেনিয়াসহকলা
কালবৈশাখী যাচ্ছে বয়ে স্বপ্ন ছেড়া পালে।


তবুও আমি মেঘ সাদা দের দলে