বেচে মরে আছি
জগত টার  অনাকাংখিত আচরণে
মুষড়ে রয়েছি এই আমি
পার্থক্য শুধু অতীত এর অনুভুতি
যা জালিয়ে যায় বারংবার
অতৃপ্ত  আশা ব্যক্ত করে যায়
হয়ত আরো ভালো কিছু ও হতে পারত


বেচে মরে আছি
ঘুনে ধরা গিটার কে অনেক আপন মনে হয়
অনেক আগেই যেন পরিশ্রান্ত এই আমি
সময় যেন আমাকে ছেড়ে অনেকটা ই এগিয়ে
আমি পারছিনা ধরতে
হারিয়ে ফেলছি ক্রমেই কিছু একটা..-
যা ধরে রাখা যেত......


বেচে মরে আছি
শুনতে পাইনা এখন আর রিনিঝিনি শব্দ
বৃষ্টি কিংবা নুপুরের
এলোমেলো ভাবনা নিজেকে যেন একট বেশি ই
শান্ত করে দিয়েছে
এই পৃথিবীতে বোবা প্রজাপতি হয়ে কাটিয়ে দিতে হবে
হয়ত আরো কিছু দিন ...বাকি দিনগুলো ....