আমি যে পয়সা কামাই তাতে আমার কোনও অধিকার নেই-
অন্য কারো আছে!
কারণ তারা আজ আমার উপর নির্ভরশীল
আর আমি কৃতজ্ঞ ও ঋণী তাদের কাছে।


আমি পয়সার গরম দেখাতে পারি না
কারণ পয়সা আমার প্রভুত্ব মানে না।


তুমি যে পয়সা কামাও তাতে শুধু তোমারই অধিকার
কারণ দায়িত্ব তুমি নেবে না কোনও দিন।
চিরকাল অন্যের দায়িত্বে থাকা ক্ষুদ্র জীবনের কাছে
আমি সদা দীনহীন!


তোমারই অহংকার করা সাজে,
আর তা উপচে পড়ছে 'শপিং'-এর খাঁজে খাঁজে...


একটা পরিবারের দায়িত্ব নিয়ে দেখাও।
বুঝবে টাকার থেকে মাটির মূল্য বেশি!
সূর্যের আলো নেভে না, মোম নিভে যায়...
ঘাম ঝরলে বাস্তবতা খুশি।


পায়রা ওড়ে, বাজি পোড়ে।
প্রদীপের নীচে তেল গড়িয়ে পড়ে...