১.


হাজার লিটার দুধ একদিনে শেষ!
কিন্তু গণেশ ঠাকুর কী সত্যিই দুধ খেলেন?
যে মাটি দিয়ে দুধ গড়িয়ে গেল,
সেই মাটিতে শুয়ে থাকা রুগ্‌ণ শিশু
একবিন্দু দুধের জন্য চিৎকার করতে করতে
চিরতরে মিশে গেল |


২.


অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তিনি,
কী অন্যায়!
ধর্ষণ বাধা দিতে চেয়েছিলেন:
ফলাফলঃ মর্মান্তিক মৃত্যু |


৩.


এ কী নিষ্পাপ হাতে হাতকড়া!
তারপর বালকের সারা হাতে দাগড়া দাগড়া ঘা...
সেই হাত একদিন অপরাধী হয়ে উঠল
আর দ্বিতীয়বার হাতকড়া পড়ে ঘা দিব্যি সেরে গেল!


৪.


তারা আকাশে থাকে,
তবে দেখা যায় রাতের বেলায় |
এখানে দিনের বেলায় তারার সমাগম |
কেউ ইনকাম ট্যাক্স দেন না, আবার
কেউ মদ্যপ অবস্থায় ফুটপাতে শুয়ে থাকা
মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন |
যিনি প্রতিবাদ করেন, বিপদ তার দরজায় কড়া নাড়ে |
টাকা থাকলে জেল হয় না...


৫.


মিডিয়া খবর বানায়,
মানুষ কুকুরের মতো ছোটাছুটি করে |
কেউ কেউ সিঁড়ি বেয়ে ওঠেন, আবার
কেউ কেউ পা হড়কে মুখ থুবড়ে পড়ে যান |


৬.


দেশটার নাম ভারতবর্ষ |
এখানে মানুষ আফিম খেয়ে বেঁচে থাকে-
আফিমের নেশা বড় সাংঘাতিক:
পুরো শরীর নষ্ট হয়ে যায়!