১) আইন


আইন সবার বাবা।
প্রজার যেমন বাবা।
রাজারও তেমন বাবা।


আইন সত্য।
সে বদলায় না।
যদি বদলায়,
তাহলে আইনজীবীর দোষে-
সে প্রজা ও রাজার মতো একজন মানুষ-
মানুষ মাত্রই ভুল হয়।


কোর্ট সবথেকে বড় মন্দির।
এখনো কোর্টের ওপর আস্থা আমার আছে।


কিন্তু যখন সেই আইন রাজার গোলাম,
তখনই যত সমস্যা।
যার টাকা আছে, সে রাজা।
প্রজার কপালের দোষ।  


বিচার অন্ধ নয়।
সে নিরপেক্ষ।
এইটুকুই আশ্বাস।


যুগে যুগে আইন বেঁধে রাখে সংসার।


২) সমুদ্র


রাজা সমুদ্রের তীরে দাঁড়িয়ে ছিলেন।
সমুদ্রের জল এসে রাজার পা ভিজিয়ে দিয়ে চলে গেল।
রাজা মন্ত্রীকে আদেশ দিলেন,
'তুমি এখনই সমুদ্রকে দূরে সরে যেতে বলো'।  
মন্ত্রী সমুদ্রকে যতই আদেশ দিতে লাগলো,
সমুদ্র ততই এগিয়ে এলো।
রাজা বললেন, 'মূর্খ, সমুদ্র কখনো মানুষের কথা শোনে'!
'তাহলে আদেশ দিলেন কেন'?
'দেখলাম মানুষের পা চাটা স্বভাব'।